স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রী বিতরন করেছেন। মঙ্গলবার বিকালে নিজ বাসভবনে এ খেলার সামগ্রী বিতরন করেছেন। সংরক্ষিত মহিলা আসন-২৭ এর সংসদ সদস্য খালেদা খানম ঝিনাইদহ জেলা শহরে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বনানী ক্রীড়া সংসদ এর নেতৃবৃন্দের কাছে খেলার সামগ্রী ফেদার,ব্যাড সহ ব্যাডমিন্টন খেলার সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উদ্ভাবনী নার্সারীর পরিচালক মনিচুর রহমান কারু, সাজ্জাদ আহমেদ, বনানী ক্রীড়া সংসদ এর তপু রহমান,হিমেল,জুয়েল,জায়েদ,জাকারিয়া,প্রাপ্ত,রাহুল প্রমূখ। সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম বলেন, ব্যাডমিন্টন খেলার সামগ্রী সহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। খেলাধুলা মানুষকে শারীরিক সুস্থ রাখে ও যুব সমাজকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে।খেলোয়ারদের উদ্দেশ্য বলেন,করোনাকে জয় করতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা করতে হবে। করোনার দ্বিতীয় ডেউকে অবশ্যই জয় করতে হবে।
ঝিনাইদহে খেলার সামগ্রী বিতরন করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম
2 months ago
7 Views

You may also like
সর্বশেষ সংবাদ
কম্বল পেলেন বিধবা নিলোকী রাণী
11 hours ago
বগুড়ার জাসদ নেতা তুহিনের শাশুড়ীর মৃত্যুতে শোক
12 hours ago
বদলগাছীতে নাবিল এন্টারপ্রাইজের আয়োজনে কৃষক মেলা
12 hours ago
বগুড়ায় কৃষক লীগ নেতা রাজার পিতার ইন্তেকালে শোক
12 hours ago

