শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চোপীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবর রহমান দুদু (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ । সে শাহনগর পূর্বপাড়ার মৃত: ফয়েজ উদ্দিনের পুত্র । গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপি নেতা দুদুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে । বিএনপি নেতা দুদুর স্বজনেরা জানান, মাহবুবর রহমান দুদুর নামে থানায় রাজনৈতিক ও ব্যক্তিগত কোন মামলা ছিল না। গত শুক্রবার শাহনগর বন্দরে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদু। এ কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে। অপরদিকে বিএনপি নেতা মাহবুবর রহমান দুদু কে গ্রেফতারে ত্রীব নিন্দা, গভীর ক্ষোভ প্রকাশ ও নি:শর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার, সিনিয়র যুগ্ম- আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ম- আহবায়ক ইউনুস আলী খন্দকার, ফজলুল হক উজ্জল, জাহেরুল ইসলাম, আজিজুর রহমান বিদ্যুত, কোহিনুর আক্তার, মোজাফফর রহমান, তছলিম উদ্দিন, ইদ্রিস আলী সাকিদার, বজলুর রহমান নিলু, আলহাজ্ব তমেজ উদ্দিন, বাদশা সরকার, হারেজ উদ্দিন, আনোয়ার হোসেন, আতিকুর রহমান, জুলেখা বেগম, আব্দুল হালিম দুদু, উপজেলা ছাত্রদলের সভাপতি বেলাল হোসেন বাবু প্রমুখ ।
শাজাহানপুরে বিএনপি নেতা দুদু গ্রেফতার নিন্দা, ক্ষোভ প্রকাশ ও মুক্তির দাবি
August 5, 2017
193 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বাজুস এর অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহন
6 hours ago
বগুড়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
6 hours ago
ধুনটে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ আহত ৬
6 hours ago

