গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া(বগুড়া) থেকেঃ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন সহ সদস্য নবায়ন উপলক্ষে ৫আগস্ট শনিবার বিকালে দলীয় কার্যালয়ে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আ’লীগের সহসভাপতি শাহ মো. আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এস,এম কায়কোবাদ, উপজেলা আ’লীগের সহসভাপতি আবু জাহেদ, সাইফুল ইসলাম, এ্যাড. উৎপল কুমার বাগচী, তপন কুমার কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক টি রানা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক দুলু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুস সামাদ, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, তালোড়া পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবু সাঈদ ফকির, জিয়ানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, প্রজন্মলীগের সভাপতি দেলোয়ার হোসেন আকাশ, সৈনিকলীগের সাধারণ সম্পাদক সুমুনুজ্জামান সুমন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার পূর্বে ১৫আগস্ট ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও আদমদীঘি উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি আনছার আলী মৃধা ও তালোড়া ইউনিয়ন আ’লীগের প্রয়াত সাবেক সভাপতি রিয়াজ উদ্দিনের মৃত্যুতে সর্ব সম্মতিক্রমে শোক প্রস্তাত গৃহিত হয়।
দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনকল্পে প্রস্তুতিমূলক সভা
August 5, 2017
65 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বাজুস এর অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহন
12 hours ago
বগুড়ায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
12 hours ago
ধুনটে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ আহত ৬
12 hours ago

