সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি : ৩১.০১.২০২১ কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের হাতে ৬০ হাজার করোনার টিকা হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে বেক্সিমকো ফামার্র তত্ত্বাবধানে এসব টিকা কুড়িগ্রামে পৌছানো হয়। পরে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের টিকা সংরক্ষণাগারে তা সংরক্ষণ করা হয়। বেক্সিমকা ফামার্র সেলস, ইটলিজেন্স ও মনিটরিং ইউনিটের সদস্য রাশেদল ইসলাম জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এই টিকা বুঝিয়ে দেন। টিকা গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ: সুজাউদ্দৌলাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকতার্রা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নজরুল ইসলাম জানান, আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নিধার্রিত অ্যাপসের মাধ্যমে টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধন করতে পারেন। পযার্য়ক্রমে তাদের টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।
কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের হাতে করোনার ৬০ হাজার টিকা হস্তান্তর
1 month ago
3 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বেরোবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করলো ছাত্রলীগ
8 hours ago
গাবতলীতে ছাত্রলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত
8 hours ago
বগুড়া জাসদ এর পতাকা মিছিল
9 hours ago

