বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেন, আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনা, একুশের চেতনা সবকিছুই ভূলুণ্ঠিত। বাষট্টির আন্দোলনে আমরা শিক্ষার অধিকার পেয়েছিলাম। একাত্তরে অনেক শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ মিলনদের রক্তের বিনিময়ে পেয়েছিলাম গণতন্ত্র। যাদের রক্তের বিনিময়ে ভাষার অধিকার পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, তাদের শ্রদ্ধা জানাই। আজ দেশে গণতন্ত্র অনুপস্থিত। এই অবৈধ, স্বৈরশাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, গণতন্ত্রকে সমাহিত করে এই দুঃশাসন দীর্ঘায়িত করতে অবৈধ শক্তির জোরে সাজানো মিথ্যা মামলায় জনগণের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এখন তাকে কারাগার থেকে নিজ গৃহে রাখা হলেও কার্যত তিনি গৃহবন্দী। তার সকল মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। একুশের চেতনার উত্তরাধিকারী হয়ে এদেশের সংগ্রামী মানুষকে সাথে নিয়ে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা ও মৃতপ্রায় গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে অতি শিগগিরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবোই ইনশাআল্লাহ। এমপি সিরাজ বলেন, আজকের এই মহান দিবসে আমি সহ বিএনপির নেতাকর্মীদের উপর ছাত্রলীগ যে হামলা চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা একমাত্র মাফিয়া রাষ্ট্রেই সম্ভব। আমি এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্দ্যোগে রবিবার রাতে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, এম আর ইসলাম স্বাধীন, এনামুল কাদির এনাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, শহিদুল ইসলাম বাবলু, মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা কৃষক দলের আহ্বায়ক আকরাম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, মহিলা দল নেত্রী নাজমা আক্তারসহ নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।
আজ মুক্তিযুদ্ধের চেতনা,একুশের চেতনা সবকিছুই ভূলুণ্ঠিত-এমপি সিরাজ
2 weeks ago
13 Views

You may also like
সর্বশেষ সংবাদ
সারিয়াকান্দিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
6 hours ago
বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা
7 hours ago
বগুড়া নতুন করে করোনায় আক্রান্ত ৭ জন
7 hours ago

