প্রেস বিজ্ঞপ্তি/তারিখ: ২২ ফেব্রæয়ারি ২০২১ ইং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ গাবতলী উপজেলা শাখার উদ্যোগে কাগইল বাজারে বিকাল: ৪:০০টায়,অঞ্চল সংগঠক মো:আমিনূল ইসলাম এর সভাপতিত্বে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে মো:আমিনূল ইসলামকে আহŸায়ক ও আজিজুল ইসলামকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট বাসদ (কাগইল-দক্ষিনপাড়া) অঞ্চলিক কমিটি গঠন করা হয়। এ সময় কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন বাসদ গাবতলী উপজেলা সমন্বয়ক, বগুড়া জেলা সদস্য কৃষকনেতা শহিদুল ইসলাম, বাসদ বগুড়া জেলা সদস্য রাধা রাণী বর্মনসহ গাবতী উপজেলা ও জেলার প্রমূখ নেতৃবৃন্দ।
বাসদ গাবতলী উপজেলার (কাগইল-দক্ষিনপাড়া) অঞ্চলিক কমিটি গঠন
1 week ago
5 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ
9 hours ago
তানোরে ইউপি চেয়ারম্যানের প্রতিহিংসা
9 hours ago

