সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে পাড়ায়-মহল্লায় শিশু কিশোরদের তৈরি একুশের স্মৃতির শহিদ মিনার নির্মাণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার(৭ মার্চ) রাতে প্রচ্ছদ মিলনায়তনে ৫০টি দলের ২ শতাধিক শিশু-কিশোরদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, শিক্ষাবিদ উদয় শংকর চক্রবর্তী, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকুড়ি রায় নীলু, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, ইমতে আহসান শিলু, সরোয়ার হোসেন সঞ্জু, ফাল্গুনী তরফদার, পার্থ প্রতিম চক্রবর্তী বাবন প্রমূখ। স্থানীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম এ প্রতিযোগীতার আয়োজন করে। প্রচ্ছদ সংগঠনের সাধারণ সম্পাদক ইমতে আহসান শিলু বলেন, প্রতিযোগীতা নয় মহান একুশের চেতনা ও বাঙালি সংস্কৃতি শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ উদ্যোগ।আশা করি আগামী বছর আরো বড় পরিসরে এ আয়োজন করতে পারবো।
কুড়িগ্রামে পাড়া-মহল্লায় শহিদ মিনার নির্মাণ, পুরস্কার পেলো শিশুরা
1 month ago
8 Views

You may also like
সর্বশেষ সংবাদ

