সাইফুর রহমান শামীম কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বরই খাওয়ানোর প্রলোভন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে সাড়ে ৩ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশুটির মা জানায়, একই গ্রামের আব্দুল গফুরের পুত্র রমজান আলী(১৫) শিশুটিকে নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে আমার কাছে থেকে ডেকে নিয়ে বরই খাওয়ানোর প্রলোভন দিয়ে একটি শুকনো পুকুরের পাশে হাগড়া নামক জঙ্গলের নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে। পরে শিশুটির মা-বাবা শিশুটিকে নানার বাড়িতে খুঁজে না পেয়ে বিষয়টি রমজানের পিতা গফুরকে জানায়। কিছুক্ষন পর কিশোর রমজান শিশুটিকে কৌশলে নিয়ে নদীতে গোসল করিয়ে আলামত নষ্টের চেষ্টা করে নানার বাড়িতে পৌছে দেয়। শিশুটি নানার বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলে তার মা সেখানে আসা মাত্রই বাড়ির সবাইকে ঘটনা জানিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে রমজান পালিয়ে যায়। পরে শিশুটিকে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:এএসএম সায়েম বলেন, শিশুটিকে গতরাতে সাড়ে এগারোটার দিকে হাসপাতালে ভর্তি করালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ভুরুঙ্গামারীতে বরই খাওয়ানোর প্রলোভনে শিশুকে যৌন নির্যাতন!
1 month ago
12 Views

You may also like
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদন্ড
10 hours ago
বাংলাদেশকে ভ্যাকসিন দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
10 hours ago
বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১
10 hours ago
বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত অন্তত ১০জন
10 hours ago

