সাইফুর রহমান শামীম কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় দুর্জয় হোসাইন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ৩ নম্বর বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের মমিন চাঁনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দূর্জয় হোসাইন মোটরসাইকেল যোগে সকালে রৌমারী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে আসা একটি ট্রাক্টর সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরটি আটক করে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবার থানায় আসছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
1 month ago
8 Views

You may also like
সর্বশেষ সংবাদ

