সারোয়ার হোসেন,তানোর: রাজশাহীর তানোরে মোবাইল ফোনের দোকানে চুরি হওয়া মালামাল সহ একজন কে গ্রেফতার করেছে তানোর থানার পুলিশ। এমন চুরির ঘটনাটি ঘটেছে উপজেলা কামারগাঁ ইউনিয়নের ছাঐড় মালার মোড়ে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে কামারগাঁ ইউনিয়নের ছাঐড় মালার মোড়ে অবস্থিত একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে দোকান ঘরে থাকা কম্পিউটারের হার্ডডিক্স, 2GB র্্যম, ০১টি Micromax মোবাইল ফোন ও ০১টি Itel-S11.মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর। এঘটনায় বৃহস্পতিবার সকালে দোকান মালিক দোকান ঘরে চুরি হয়েছে বলে থানায় অভিযোগ করেন। এতে করে তানোর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ছাঐড় গ্রামে বিশেষ অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল সহ ছাঐড় মন্ডল পাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে নাসিমুল হক(১৯)কে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, আসামির বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়েছে। আসামিকে কোটের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে।
তানোরে মোবাইল ফোনের দোকানে চুরি হওয়া মালামালসহ ১জন গ্রেফতার
3 weeks ago
14 Views

You may also like
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদন্ড
9 hours ago
বাংলাদেশকে ভ্যাকসিন দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
9 hours ago
বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১
9 hours ago
বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত অন্তত ১০জন
9 hours ago

