একটি বিতর্ক থামতে না থামতেই আরেকটি বিতর্কে জড়িয়ে পড়ছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। সম্প্রতি বিগ বি-এর একটি ছবি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিনেতা প্রভু দেবার পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছেন অমিতাভ। তবে এটা কোন জল্পনার বিষয় হয়। গুঞ্জন ডানা মেলেছে খাবার প্লেটকে ঘিরে। বলা হচ্ছে, ওই দিন বিগ বি যে থালায় খাবার খান সেটা স্বর্ণের থালা।তবে এটাস্বর্ণের থালা নয় বলে ট্যুইট করে জানিয়েছেন প্রভু দেবা। তিনি বলেন, আমার বাবার আত্মার শুভ কামনার জন্য অমিতাভ বচ্চন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলেন। সাউথ ইন্ডিয়ান রীতি মেনে সোনালি রঙের থালার ওপর কলা পাতা পেতে খাবার পরিবেশন করা হয় বিগ বি-কে। এটা কোন স্বর্ণের থালা নয়”। পাশাপাশি তিনি অনুরোধ করেন এই ছবিটি ঘিরে কোন মিথ্যা রটনা না করার।
অমিতাব বচ্চনের সোনার থালায় খানা
July 22, 2015
37 Views
You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ
8 hours ago
তানোরে ইউপি চেয়ারম্যানের প্রতিহিংসা
8 hours ago

