গতকাল বড় বড় পাইকারি ও খুচরা দোকানগুলোর একটিতেও কেউ ক্যাশ মেলাতে পারেনি। কারও ১০ হাজার, কারও ১৫ হাজার আবার কারোবা তারঁ অধিক টাকা ক্যাশ থেকে উধাও হয়ে গিয়েছিলো। শুনতে কাল্পনিক মনে হলেও এমনি ঘটনা ঘটেছে লেসোথোর রাজধানী মাসেরুর প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠানে। ক্যাশ উধাওয়ের ঘটনায় হতবাক হয়ে যখন একে অপরকে ফোন দিতে লাগলো তখন সবাই বুঝতে পারলো সবার সাথে একই ঘটনা ঘটেছে এবং সবাই প্রতারণার শিকার হয়েছে। পরবর্তীতে সবাই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বুঝতে পারলো কারা এই ঘটনা ঘটিয়েছে। আসলে ঘটনাটি ঘটিয়েছে তিনজনের একটি প্রতারক চক্র। এই চক্রটি নিজেদের ওমানি নাগরিক পরিচয় দিয়ে একে একে মাসেরুর প্রায় প্রত্যেকটি দোকানে গিয়েছিলো মালব্রো সিগারেট আর টাকা ভাঙতির জন্য। এবং সুকৌশলে প্রতিটি দোকানের ক্যাশিয়ারদের কাছ থেকে ভাঙতির টাকা নিয়ে গুনার পর ঠিকঠাক ফেরতও দিয়েছিলো। কিন্তু এই ফাঁকে কখন যে এরা আবার টাকা সরিয়ে নিয়েছে কেউ কিছু বুঝতেই পারেনি। ঠিক যেন জাদুর মত!
জাদু করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ র্যাড!
3 months ago
19 Views
