ময়মনসিংহের ভালুকায় বসতঘরে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর নামক স্থানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো, নেত্রকোনা জেলার সুমন মিয়ার শিশু সন্তান খাদিজা (৫), রাদিয়া (২), রায়হান (৩)। সুমন সপরিবারে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, গ্যাস সিলিন্ডার থেকে বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পোড়া ঘরে ঢুকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তিনি আরও বলেন, নিহত তিন শিশুকে তাদের বাবা-মা ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। শিশুরা ঘরে ঘুমাচ্ছিল। পাশের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আগুন লাগার পর আশপাশের ঘর থেকে সবাই বের হলেও ওই শিশুদের বাবা-মা বাড়িতে না থাকায় তিন শিশুর আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
ময়মনসিংহে বসতঘরে আগুন, মারা গেল ৩ শিশু
3 months ago
18 Views

You may also like
সর্বশেষ সংবাদ
শাজাহানপুরে বিদ্যুৎষ্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
18 mins ago
ইরানে খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিহত ৫
23 mins ago
তানোর থানা মসজিদের ইমামের শিক্ষা বানিজ্য
31 mins ago