রংপুরে পীরগাছায় প্রাক্তন স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মিজান নামের এক যুবক। এ সময় ওই যুবক মেয়ের বাড়িতে অগ্নিসংযোগ করে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, ৭ বছর আগে তয়েজ উদ্দিন মাষ্টারের মেয়ে সুমি বেগমের সঙ্গে পাশ্ববর্তী সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে মিজান মিয়ার বিয়ে হয়। বিয়ের চার বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরে আবার স্ত্রীকে ফিরে পেতে একাধিকবার শ্বশুরবাড়িতে যোগাযোগের চেষ্টা করেন মিজান। কিন্তু এতে বাধা দেন সুমির বড় ভাই রোকন মিয়া।গতকাল সন্ধ্যায় চৌধুরানী বাজার থেকে সুমি ও তার ভাই রোকন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মকরমপুর সড়কের কাছে পৌঁছালে মিজান তাদের পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে সাবেক স্ত্রী ও তার ভাইকে কুপিয়ে আহত করেন এবং শ্বশুরবাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করেন। এরপরে সে নিজেও বিষপানে আত্মহত্যা চেষ্টা করেন। এলাকাবাসী গুরুতর অবস্থায় সুমি, রোকন ও মিজানকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকনের মৃত্যু হয়।পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান তালুকদার বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই রোকনের মৃত্যু হয়। বিষপান করা মিজান ও সুমির অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
রংপুরের স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে শালাকে হত্যা, শ্বশুরবাড়িতে আগুন
3 months ago
31 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
5 hours ago
তানোরে অর্থের বিনিময়ে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ
5 hours ago
শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
5 hours ago