আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী সকাল ৯ টা ২০ মিনিটের দিকে সান্তাহার পৌর শহরের পৌওতা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো চাঁদপুর জেলার সদর এলাকা মোসলেম ভুঁইয়ার ছেলে রানা মিয়া(৪০) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার হবির বাড়ি এলাকার কসিম উদ্দিনের ছেলে মাহাবুব আলম (২৫) জানা যায়, নওগাঁ হতে ঢাকাগামী একতা পরিবহরের একটি বাসে (যাহার নং ঢাকা মেট্রো ব-১৫৫৩৬৫ ) ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে ১০.২০ মিনিট পর্যন্ত আদমদীঘি উপজেলার সান্তাহার পৌওতা রেলগেট এলাকায় ঐ বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ল্যাগেজ ট্যাগ দুটি নিয়ে বাসের পিছনের বাম পাশের লাকেজ বাক্স থেকে ২ টি সবুজ রং এর তেলের জারিকেন উদ্ধার করা হয়। জারিকেন দুটির ভিতরে কৌশলে ১৫০ বোতল করে ২ টি জারিকেনের ভিতর থেকে মোট ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ২ জন বেক্তিতে জিজ্ঞসাবাদ করলে তাদের কাছে থাকা ২ জারিকেনের ভিতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার তরা হয়।এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
সান্তাহারে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক
3 months ago
13 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
5 hours ago
তানোরে অর্থের বিনিময়ে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ
5 hours ago
শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
5 hours ago