স্টাফ রিপোর্টার: শুক্রবার সকাল ৮.৩০ ঘটিকায় শহীদ চান্দু স্টেডিয়ামে প্রাইম ব্যাংক লিঃ এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট ২০২১-২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পদাক সুলতান মাহমুদ খান রনি, প্রাইম ব্যাংক বগুড়া শাখার হেড অব ব্রাঞ্চ জনাব মোঃ নাজমুল হাসান, এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য- মোঃ জামিলুর রহমান জামিল, জেলা কোচ রিফাত মাহমুদ ও স্কুল সমূহের শিক্ষকবৃন্দ। গতকাল প্রথম খেলায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ১৬১রানে বগুড়া জিলা স্কুলকে পরাজিত করে। টসে হেরে পুলিশ লাইন্স স্কুল এণ্ড কলেজ প্রথমে ব্যাট করে ২৫ওভারে ৫উইকেট হারিয়ে ১৯০রান করে। দলের পক্ষে সৌমিক-৪৮, শিশির-৩৩, আন্তিক-৩২, রায়াত-৩২ রান করে। প্রতিপক্ষের বোলার শাহরিয়ার-২টি, মোরসালান-১টি, রায়াত-১টি করে উইকেট লাভ করে। জবাবে ১৯১রানের টার্গেটে খেলতে নেমে বগুড়া জিলা স্কুল ১৩.২ওভারে ১০উইকেটে মাত্র ২৯রান করে। দলের পক্ষে আশিক-১২ রান করে। প্রতিপক্ষের বোলার- সাওন-৫টি, নাবিয়াত-২টি, শিশির-১টি উইকেট লাভ করে। দিনের অপর খেলায় বিয়াম মডেল স্কুল ৭৭রানে নিশিন্দারা ফকিরুদ্দিন স্কুলকে পরাজিত করে। টসে হেরে বিয়াম মডেল স্কুল প্রথমে ব্যাট করে ২৫ওভারে ৬উইকেট হারিয়ে ১৯৯রান করে। দলের পক্ষে ইলমান-৮০, পিয়াল-২৫, সাম্য-২৫ রান করে। প্রতিপক্ষের বোলার রনি-২টি, জিদান-২টি, অহন-১টি, মাইনুল-১টি করে উইকেট লাভ করে। জবাবে ২০০রানের টার্গেটে খেলতে নেমে নিশিন্দারা ফকিরুদ্দিন স্কুল এণ্ড কলেজ ২১.৩ওভারে ১০উইকেটে ১২২রান করে। দলের পক্ষে মাইনুল-৪৫, রাফিন-২৫, জামি-১৮ রান করে। প্রতিপক্ষের বোলার- সাইফ-৬টি, রাজিব-১টি উইকেট লাভ করে।
বগুড়ায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট উদ্বোধন
3 weeks ago
15 Views
