স্টাফ রিপোর্টার:দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)। শনিবার বেলা ১১ টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, সম্পাদক মন্ডলির অন্যতম সদস্য হাসান আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাজেদুর রহমান ঝিলাম, শাহনিয়াজ কবির খান পাপ্পু, অখিল পাল, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, ক্ষেতমজুর সমিতি সদর উপজেলা কমিটির সভাপতি শুভশংকর গুহ রায়, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রাজ প্রমুখ নেতৃবৃন্দ।বক্তারা জানান, ঈদ শেষে প্রথম কর্মদিবসে বোতলজাত তেল লিটারে ৩৮ টাকা, খোলা সয়াবিন লিটার প্রতি ৪০ টাকা বাড়িয়ে যথাক্রমে প্রতিলিটার সয়াবিন তেল ১৯৮ টাকা ও খোলা ১৮০ টাকায় বিক্রি হবে মর্মে দাম নির্ধারণ করেন। গত একবছরে ভোজ্যতেলের মূল্য ১০০% ভাগ বৃদ্ধি পেয়েছে। সরকারের মূল্যবৃদ্ধির এই গণধিকৃত সিদ্ধান্ত এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতায় তীব্র ক্ষোভ জানান বক্তারা।সমাবেশে বক্তারা বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কল্পে ইউনিয়ন, উপজেলা, জেলায় অবিলম্বে টিসিবির দোকান স্থাপন, বাফার স্টক গড়ে তোলা গ্রাম-শহরের গরীবদের রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান। সেই সাথে মধ্যস্বত্ব ভোগী, মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় সিপিবি’র বিক্ষোভ মিছিল
2 weeks ago
18 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
6 hours ago
তানোরে অর্থের বিনিময়ে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ
6 hours ago
শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
6 hours ago