স্টাফ রিপোর্টার:বগুড়ায় ট্রাকচাপায় গুরুতর আহত পিয়াল হোসেন(২৪) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে ঢাকা মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পিয়াল শাজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকার আইয়ুব হোসেনের ছেলে। এসব তথ্য জানিয়েছেন শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) হাসান হাফিজুর রহমান। এর আগে গত ৬ মে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বনানী আঞ্চলিক বীজাগারের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নাওয়াজ আল ফাইমান ইবনে মজিদ ওরফে বাপ্পী(২৫) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাপ্পীর সাথে থাকা দুই বন্ধু পিয়াল(২৪) ও অভি(২১) গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পিয়ালের অবস্থার অবনতি হলে ওইদিন মধ্যরাতেই তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়। পরে শনিবার দিবাগত রাত পৌণে ২টার দিকে পিয়াল মারা যান। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বগুড়ায় ট্রাকচাপায় আহত পিয়াল মারা গেছেন
2 weeks ago
38 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
6 hours ago
তানোরে অর্থের বিনিময়ে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ
6 hours ago
শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
6 hours ago