শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ৩৯ বোতল ফেনসিডিলসহ বাবু হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত ৮ মে রোববার রাত ১২ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু হোসেন রাজশাহি জেলার চারঘাট উপজেলার হদিরগাছি গ্রামের বাবর আলীর ছেলে। এ ব্যাপারে জিআরপি থানায় মাদক আইনে মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ জানান, গত রোববার রাতে চিলাহাটি হতে ছেড়ে আসা খুলনা গামী আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে মাদক আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই ট্রেনের বিভিন্ন বগিতে অভিযান চালানো হয়। রাত ১২টায় ট্রেনটি সান্তাহার স্টেশনে থামার পর ৩নং প্লাটফরমে যাত্রী বেশে দাঁড়িয়ে থাকা বাবু হোসেন নামের ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৩৯ বোতল ফেনসিডির উদ্ধার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে যাহার নম্বর -১। এবং ধৃত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার
2 weeks ago
15 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
5 hours ago
তানোরে অর্থের বিনিময়ে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ
5 hours ago
শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
5 hours ago