প্রেস বিজ্ঞপ্তি-বাংলাদেশে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ নিজ হাতে জাতীয় পার্টি গড়ে তোলেন। তিনি প্রয়াত হওয়ার পর দলের হাল ধরেন তারই আপন ছোট ভাই বর্তমান বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ও তৃণমূলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক মহলে বিশেষ পরিচিত মাসরুর মওলাকে চেয়ারম্যানের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তবে গতকাল ৮ মে তাকে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে অনুমোদন দেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতাবলে গঠনতন্ত্রের ১২ এর ৩ উপধারা অনুযায়ী তাকে এই প্রদান করা হয়। পাশাপাশি চেয়ারম্যানের বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন।
মাসরুর মওলা তার অনুভূতিতে বলেন, আমি ব্যক্তিগতভাবে সব সময় কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। জনগণ তার ভোট অধিকার ফিরে পাক এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্রে আসুক। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে বিগত দিনের মতো জাতীয় পার্টিকে শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে ভালো ফলাফল করার জন্য জোর তৎপরতা অব্যাহত থাকবে।