মোঃ ফজলুল হক রোমান,বিশেষ প্রতিনিধিঃ বগুড়ায় শফিকুল ইসলাম (৩৮) নামের এক সেলুন শ্রমিককে দুই দিন আগে ছুরিকাঘাতে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয় তারই বন্ধু এবং স্ত্রীর বড় ভাই। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ মে) দুপুরে নিহতের বাড়ির কাছে একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়ার এরশাদ সরদারের ছেলে। তিনি পেশায় সেলুন শ্রমিক ছিলেন। জানাগেছে, গত সোমবার (৯ মে) সন্ধ্যার পর থেকে শফিকুল নিখোঁজ হন। বুধবার (১১মে) দুপুরে শাকপালা পশ্চিমপাড়ায় ডোবার পানিতে মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে সংবাদ দিলে মরদেহ উদ্ধার করে। এসময় সন্দেহভাজন হিসেবে নিহতের বন্ধু মাসুদ ও নিহতের স্ত্রীর বড় ভাই সুমনকে পুলিশ আটক করে। শাজহানপুর থানার এসআই গোলম রসুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানান, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে তারা শফিকুলকে ছুরিকাঘাতে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়।
বগুড়ায় সেলুন শ্রমিকের ডোবা থেকে মরদেহ উদ্ধার
5 days ago
14 Views

You may also like
সর্বশেষ সংবাদ
মহেশপুরের কপোতাক্ষ নদীর তীরে গণকবরের সন্ধান
18 mins ago
লালমনিরহাটে তিস্তায় ধরা পড়লো ১৭ কেজির বোয়াল
37 mins ago