লালমনিরহাট সীমান্ত এলাকায় জন্মদিনে ছেলের বায়না পূরণ করতে গিয়ে ফেনসিডিল খেয়ে উল্লাস করেন বাবা। এ ঘটনায় পুলিশ ওই ছেলের বাবা সাইদুল ইসলাম জিতুসহ (৩২) দুজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১০ মে) রাত ১২টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখোয়া কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাইদুল ইসলাম জিতু (৩২) ও আশরাফুজ্জামান (৩৫) উপজেলার গোতামারী ইউনিয়নের গাওচুলকা গ্রামের সাইদার রহমানের ছেলে। পুলিশের দাবি, জিতুর নাম হাতীবান্ধা থানায় মারামারির ছয়টি ও মাদকের পাঁচটিসহ মোট ১১টি আর আশরাফুজ্জামানের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা করা হয়েছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ আলম সময় সংবাদকে বলেন, গ্রেফতারের পর সাইদুর ইসলাম জিতু জিজ্ঞাসাবাদে জানান, ছেলের জন্মদিনে আমাদের আয়োজন ছিল ফেনসিডিল পান করে মজা করার; অন্য কিছু নয়। ওসি আরও বলেন, কোনো অনুষ্ঠান তার বাড়িতে ছিল না; এটি মিথ্যা কথা। তাছাড়া অনুষ্ঠান থাকলেও ফেনসিডিল সেবন করা বা বহন করা আইনি নিষিদ্ধ। আমরা তাদের আইনের আওতায় নিয়েছি এটি আমাদের দায়িত্ব। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (১১ মে) সকালে তাদের লালমনিরহাট জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
ছেলের জন্মদিনে বাবার ‘ফেনসিডিল পার্টি’,
2 weeks ago
24 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
5 hours ago
তানোরে অর্থের বিনিময়ে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ
5 hours ago
শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
5 hours ago