খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভে পাঁচজন নিহত হয়েছেন। তেহরানের কর্মকর্তারা এ হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাননি। খবর আরটির। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খাদ্য আমদানি ভর্তুকি হ্রাস করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পর থেকে দেশটির খাদ্যবাজারে অস্তিরতা বাড়ে। সে সঙ্গে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও ইউক্রেন সংঘাতও বড় কারণ হয়ে দেখা দিয়েছে। ভর্তুকি বাতিলের ফলে রান্নার তেল, মুরগির মাংস, ডিম ও দুধের মতো দৈনন্দিন জিনিসপত্রের দাম ইরানে নাটকীয়ভাবে ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামলাতে ইরান সরকার স্বল্প আয়ের নাগরিকদের মাসিক ভাতা প্রদানের অঙ্গীকার করেছে। তবে দেশজুড়ে খাদ্যের মূল্য বেড়ে যাওয়ায় লোকজন হিমশিম খাচ্ছে। খাবারের দোকানগুলোতে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। এর ফলে ইরানের দোরুদ, ফারসান, জুনঘান, বোরুজেরদ, চোলিচেহ, দেহদাশত ও আরদেবিলসহ বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভে সংঘাতে রূপ নেয়। কয়েকটি দোকানে আগুন দেয় বিক্ষোভকারীরা। রোববার (১৫ মে) সৌদি অর্থায়িত ইরান ইন্টারন্যাশনাল টিভি স্টেশন একটি সোশ্যাল মিডিয়া পোস্টের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শুক্রবার (১৩ মে) থেকে বিক্ষোভ চলাকালীন পাঁচজন নিহত হয়েছে। টুইটারের একটি ভিডিওতে দেখা গেছে, তাদের একজনকে গুলি করা হয়েছিল। শুক্রবার (১৩ মে) প্রথম এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেস্কে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় কয়েক ডজন লোককে গ্রেফতার করা হয়েছে। তবে সংস্থাটি হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।
ইরানে খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিহত ৫
1 month ago
10 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মধুমতী ব্যাংকের ৪৭ তম শাখার উদ্বোধন
22 hours ago
বগুড়ায় কৃষক লীগের প্রস্তুতিমূলক সভা
22 hours ago
লোক সাংস্কৃতিক উৎসবে বগুড়ায় আলোচনা লোকগান ও নৃত্য
22 hours ago
বগুড়ায় বিজয় টিভির সাংবাদিক স্বরনের ছোট ভাইয়ের মৃত্যু
22 hours ago
গাইবান্ধা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
22 hours ago