শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জে দোকান চুরির মামলামাল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে পৌনে ৪ টার দিকে উপজেলার অর্জুনপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই দিন দুপূরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলেন, শিবগঞ্জ পৌরএলাকারঅর্জুনপুরমহল্লারফরহাদ ইসলামহৃদয় (২২), ইসলামআকন্দ (৩০) ও শামীমপ্রামানিক (২৮)।
জানাযায়, উপজেলারচিকাদহএলাকায় গৌর চন্দ্র মোহন্তের লোহা লস্করের দোকানেরটিন কেটে গত ৩০ এপ্রিলরাতেচুরিহয়। এ ঘটনায় ৬৫ হাজারটাকারমালামালেরবিবরণসহ থানায়মামলাকরেন গৌর চন্দ্র। পরে গোপনেঅনুসন্ধানকরেপুলিশআটককৃতদের সম্পৃক্তার সন্ধান পেলেতাদের আটককরাহয়।
এ সময়তাদের দেয়া তথ্য মতেফরহাদ ইসলামেরবাড়ি থেকে ৬টি কুড়াল, ৫টি কোদাল, ৩টি রুটিভাজারতাওয়া, ২টি কোরখস্তি, ১টি স্টিলেরকড়াইও চুরিরকাজেব্যবহৃতটিনকাটারকাঁচিউদ্ধারকরাহয়।
শিবগঞ্জ থানরভারপ্রাপ্তকর্মকর্তা দীপককুমার দাসপিপিএমবলেনআটকৃতরাসংঘবদ্ধ চোর চক্রের সদস্য। আটকের পর ওই মামলায়তাদের গ্রেফতার দেখিয়েআদালতেপাঠানোহয়েছে।
শিবগঞ্জে চোরাই পণ্য সহ ৩ জন আটক
