বিগত ৫ বছরে ইউরোর বিপরীতে রুবলের মান বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবারের (১৬ মে) হিসাব মতে ডলারের বিপরীতে রুবলের মান ছিল ৬৪ ও ইউরোর বিপরীতে ৬২ দশমিক ৭১ রুবল। চলতি বছর ফেব্রুয়ারির শেষার্ধে রুবলের মান আশঙ্কাজনক হারে পরে গেলেও বর্তমানে রুবলকে বলা হচ্ছে বিশ্বের ‘বেস্ট পারফরমিং’ মুদ্রা। মার্চের প্রথম সপ্তাহে সর্বনিম্ন পর্যায়ে থাকলেও স্থানীয় মার্কেটে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে রুশ মুদ্রার মান ১১ শতাংশ বাড়ানো হয়েছে। ব্লুমবার্গের উপাত্তের বরাতে বিজনেস ইনসাইডারের খবর বলছে, ৩১টি বড় মুদ্রার মধ্যে সবচেয়ে বেশি সফল রুবল। মানের দিক থেকে ব্রাজিলের মুদ্রা রিয়েলকেও পিছিয়ে দিয়েছে রুশ মুদ্রা। চলতি বছরে রিয়েলের মান বেড়েছে ৯ শতাংশ। ইউক্রেনে সামরিক অভিযানের পর অর্থনীতিকে ধরে রাখতে পুঁজির ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ আরোপের পরেই রুবলের দামে ঊর্ধ্বগতি শুরু হয়। এর অর্থ হচ্ছে, রাশিয়ায় কিছু বিনিয়োগকারী এবার লাভ তুলে নিতে পারবেন। মস্কোর ওপর ব্যাপক পশ্চিমা নিষেধাজ্ঞার পর দেশটির প্রাকৃতিক গ্যাস কিনতে হলে তার দাম রুবলে পরিশোধ করতে হবে বলে নির্দেশনা জারি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রফতানিকারকদেরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিক্রি করতে বাধ্য করা হয়েছে। আলফা ক্যাপিটালের বিশ্লেষক অ্যালেক্সান্ডার ডেজহিওয়েভ বলেন, চলতি সপ্তাহে রুবলের মান শুরু থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে। চারদিকে বিদেশি মুদ্রার সরবরাহ বাড়ায়, বেড়ে গেছে রুবলের দাম। সোমবার (১৬ মে) রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল অবধি মুদ্রার উদ্বৃত্তির মান (সারপ্লাস ভ্যালু) তিনগুণ হয়েছে। রোজব্যাংকের বিশ্লেষকরা বলছেন, চলতি বছরেই রুবলের মান মহামারি পূর্ব সময়ে ফিরে যাবে। তবে বছর শেষে রুবলের মান ডলারের বিপরীতে কিছুটা কমে যাবে বলেও পূর্বাভাস দেয় প্রতিষ্ঠানটি।
রেকর্ড গড়ল রাশিয়ান মুদ্রা রুবল
1 month ago
14 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মধুমতী ব্যাংকের ৪৭ তম শাখার উদ্বোধন
22 hours ago
বগুড়ায় কৃষক লীগের প্রস্তুতিমূলক সভা
22 hours ago
লোক সাংস্কৃতিক উৎসবে বগুড়ায় আলোচনা লোকগান ও নৃত্য
22 hours ago
বগুড়ায় বিজয় টিভির সাংবাদিক স্বরনের ছোট ভাইয়ের মৃত্যু
22 hours ago
গাইবান্ধা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
23 hours ago