স্টাফ রিপোর্টার: কলকাতা নিবাসী কবি কাজল চক্রবর্তীর বগুড়ায় আগমন উপলক্ষে বগুড়া লেখক চক্র ও বগুড়া লেখক চক্র পাঠাগার আয়োজন করে কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা সভার। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।প্রধান আলোচক হিসেবে কবি কাজল চক্রবর্তীর কবিতা নিয়ে কথা বলেন কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার।বগুড়া লেখক চক্রের উপদেষ্টা, সরকারী আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি খৈয়াম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কবিতা পাঠ ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কবি সম্পাদক সাবেদ আল সাদ, কবি সম্পাদক কামরুল বাহার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সরকারী মহিলা বিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. সুলতানা জেসমিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা স্কুল অব এডুকেশনের অধ্যাপক কবি শোয়াইব জিবরান।কবি কাজল চক্রবর্তীর কবিতা থেকে আবৃত্তি করেন সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বাচিক শিল্পী অলোক কুমার পাল, মাহবুব এ ইলাহী মিঠু এবং আবু রায়হান।বগুড়ায় আগমন উপলক্ষে কবি কাজল চক্রবর্তীকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। অনুষ্ঠানে কবি কাজল চক্রবর্তী বগুড়ায় আগমন এবং অনুষ্ঠান নিয়ে অনুভূতি ব্যক্ত করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মাহফুজ ফারুক।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শিশু সাহিত্যিক এ্যাড. পলাশ খন্দকার, কবি সম্পাদক তৌফিক জহুর এবং কথাসাহিত্যিক হোসনে আরা মণি।
কবি কাজল চক্রবর্তীকে বগুড়া লেখক চক্রের শুভেচ্ছা স্মারক প্রদান
1 month ago
15 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মধুমতী ব্যাংকের ৪৭ তম শাখার উদ্বোধন
15 hours ago
বগুড়ায় কৃষক লীগের প্রস্তুতিমূলক সভা
15 hours ago
লোক সাংস্কৃতিক উৎসবে বগুড়ায় আলোচনা লোকগান ও নৃত্য
15 hours ago
বগুড়ায় বিজয় টিভির সাংবাদিক স্বরনের ছোট ভাইয়ের মৃত্যু
15 hours ago
গাইবান্ধা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
16 hours ago