সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম-খালের মাঝে মুখোমুখি দাঁড়িয়ে তিনটি পিলার। প্রায় চার বছর ধরে পিলার তিনটি এভাবেই আছে। এদের উপর তৈরি হয়নি কোনো সেতু। কুড়িগ্রাম সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কাঁঠালবাড়ী ইউনিয়ন এর হেনাজের তল হতে বৈদ্যের বাজার সড়কের পাশে তালুক কালোয়া গ্রামে খারটি। ২০১৭ সালের বন্যায় সেতুটি ভেঙ্গে যায় । পরবর্তীতে এই খালের উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয় । পরবর্তীতে নির্মিত হয় তিনটি পিলার। ব্রিজের অভাবে তালুক কালোয়া, হরিশ্চর,,আদগ্রাম,গয়ারী, প্রতাব গ্রাম, পাইকপাড়া সহ প্রায় ১০ টি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০১৭ সালের বন্যায় ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীর দাবির মুখে সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার সংস্থা কি কারণে দীর্ঘ চার বছর ধরে থমকে থমকে কাজ করছে এ প্রশ্ন এখন সবার মাঝে। স্থানীয় সামাদ, রফিক সহ অনেকে বলেন,, বিরিজ না করে শুধু তিনটি পিলার করে রেখেছে। এতোদিনেও কাজটি শেষ করতে পারেনি। এটা কি ধরনের কথা । খালের 2 পারে প্রায় ১০ টা গ্রাম আছে। তারা যাতায়াত করতে পারে না। বিশেষ করে বর্ষা মৌসুমে পারাপারে বেশি ভোগান্তিতে পড়তে হয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াতে সমস্যায় পড়েছে। খালের দুই পাড়ে কৃষি জমি আছে। কৃষিপণ্য পারাপারে সমস্যা হয়। কবে ব্রিজের কাজ শেষ হবে কিছুই জানেন না এলাকাবাসী। ঠিকাদার প্রতিষ্ঠান কে চাপ দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরিভাবে ব্রিজ টি নির্মাণের কাজ সমাপ্ত করবে এমনটাই জোর দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মহল।
কুড়িগ্রামের তালুক কালোয়া গ্রামে দাঁড়িয়ে আছে পিলার সেতু কোথায় ?
1 month ago
11 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২
18 hours ago
দুপচাঁচিয়ায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি-থানায় জিডি
21 hours ago
সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম আর নেই
21 hours ago