বড় আমদানি ব্যয় পরিশোধের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমে যাওয়ার পর তা আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রিজার্ভ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য মতে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধ এবং বেশ কিছু অর্থ লেনদেনের ৬ কার্যদিবস পর রিজার্ভে ২ দশমিক ৬ মিলিয়ন ডলার যুক্ত হয়েছে। যার কারণে ১৬ মে দেশের রিজার্ভের পরিমাণ বেড়ে ৪২ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বর্তমান আমদানি ধারা অনুযায়ী রিজার্ভের এ পরিমাণ অর্থ দিয়ে ছয় মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। প্রসঙ্গত, গেল ১০ মে আকু আমদানি ব্যয় হিসেবে ২ দশমিক ২৩ বিলিয়ন ডলার পরিশোধ করে। এতে রিজার্ভের পরিমাণ কমে ৪১ বিলিয়ন ডলারে নেমে আসে। গেল ৩০ এপ্রিল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৪ বিলিয়ন ডলার ছিল। এছাড়া চলতি মাসের প্রথম ১২ দিনে ৮৩ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্সে এসেছে। দৈনিক গড়প্রবাহ বিবেচনায় রেমিট্যান্সের এ ধারা এপ্রিল মাসের তুলনায় বেশি।
রিজার্ভ বেড়ে ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
1 month ago
12 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২
18 hours ago
দুপচাঁচিয়ায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি-থানায় জিডি
20 hours ago
সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম আর নেই
20 hours ago