শিমুল হাসান, (বগুড়া) প্রতিনিধি-বগুড়া আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় বখাটেদের উপদ্রব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এক শ্রেনির বখাটে যুবকদের অত্যাচারে অতিষ্ঠ স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ নারী ও গৃহবধূরা। বখাটেরা তাদের অশ্লীল ভাষায় কথা বলা, অঙ্গভঙ্গি, প্রেম নিবেদনসহ নানা ভাবে উত্যক্ত করে থাকে। ফলে বখাটেদের উপদ্রব বৃদ্ধিতে স্কুল কলেজগামি ছাত্রীদের অভিভাবকরা আতংকের মধ্যে রয়েছে। স্থানীয়রা জানায়, আদমদীঘি সদর বাসস্ট্যান্ড, হাসপাতাল-গাল্স স্কুল সড়ক, ক্ষুদ্র পোনামাছ বাজার, রেলস্টেশান, সান্তাহার হার্ভে স্কুল সংযোগ সড়ক, পৌর সড়ক, চাঁপাপুর, ছাতিয়ানগ্রাম, মুরইল, নসরতপুর, কুন্দগ্রাম, সাওইল, বিনাহালি, ধামাইল, কড়ই, বিহিগ্রাম, ছাতনী ঢেকড়াসহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে একশ্রেনির বখাটে বেকার যুবক ও কতিপয় ছাত্র স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে দলবব্ধ ভাবে বিদ্যালয়ে যাওয়া আসার সময় স্কুল ও কলেজ গামী ছাত্রীদের এমনকি গ্রাম থেকে আসা নারীদের প্রায়দিন বিশেষ ভঙ্গিতে উত্যক্ত, প্রেম নিবেদন ও অশ্লীল কথাবার্তা বলে থাকে। বখাটেদের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা নানা ভাবে হুমকি দেয়। এমনকি অনেক ছাত্রীর পথরোধ করে নানা ভাবে বিব্রত করার ঘটনা ঘটছে অহরহ। পথচারীরা এসব দেখেও নিজেদের মান সম্মানের ভয়ে প্রতিবাদ করতে সাহস পাননা ওইসব বখাটেদের বিরুদ্ধে। বখাটেদের উপদ্রবে স্কুল কলেজগামী ছাত্রীরা নিজের মানসম্মান রক্ষা করে আতংকের মধ্যে বিদ্যালয়ে যাওয়া আসা করছে বলে ভুক্তভোগি ছাত্রীরা জানায়। কয়েকজন অভিভাবক জানান। সম্প্রতি বখাটেদের উপদ্রব বেড়ে যাওয়ায় মেয়েদের বিদ্যালয়ে লেখাপড়া করানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, বখাটেদের আটকে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
আদমদীঘিতে বেড়েছে বখাটেদের উপদ্রব
1 month ago
12 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মধুমতী ব্যাংকের ৪৭ তম শাখার উদ্বোধন
22 hours ago
বগুড়ায় কৃষক লীগের প্রস্তুতিমূলক সভা
22 hours ago
লোক সাংস্কৃতিক উৎসবে বগুড়ায় আলোচনা লোকগান ও নৃত্য
22 hours ago
বগুড়ায় বিজয় টিভির সাংবাদিক স্বরনের ছোট ভাইয়ের মৃত্যু
22 hours ago
গাইবান্ধা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
22 hours ago