স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে বজ্রপাতে তৈয়বুর রহমান নামের এক কৃষকের ৩০ শতক জমির ধান পুড়ে গেছে। শনিবার ভোরে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মেঘ দেখে জমিতে কেটে রাখা ধান এক জায়গায় জড়ো করে গুছিয়ে রেখেছিলেন কৃষক তৈয়বুর। শনিবার সকালে ঝড় বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাতে ঐ ধানের স্তূপে আগুন লেগে যায়। এতে সব ধান পুড়ে ছাই হয়ে যায়। কৃষক তৈয়বুর রহমান বলেন, সকালে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। হঠাৎ একজন আমাকে খবর দেয় আমার ধানে বাজ পড়ে আগুন লেগেছে। আমি ও পরিবারের লোকজন মাঠে গিয়ে দেখি বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো হয়। একই গ্রামের কৃষক হিরন বিশ্বাস বলেন, বৃষ্টি থামার পর আমি মাঠে যাই। এ সময় কৃষক তৈয়বুরের জড়ো করা ধানে আগুন জ্বলতে দেখি। চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়। সবার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ধান পুড়ে গেছে। ইউপি মেম্বার জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। ভুক্তভোগী কৃষকের খোঁজ নেব।
ঝিনাইদহে বজ্রপাতে মাঠেই পুড়লো কষ্টের ধান
1 month ago
13 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় মধুমতী ব্যাংকের ৪৭ তম শাখার উদ্বোধন
21 hours ago
বগুড়ায় কৃষক লীগের প্রস্তুতিমূলক সভা
21 hours ago
লোক সাংস্কৃতিক উৎসবে বগুড়ায় আলোচনা লোকগান ও নৃত্য
21 hours ago
বগুড়ায় বিজয় টিভির সাংবাদিক স্বরনের ছোট ভাইয়ের মৃত্যু
21 hours ago
গাইবান্ধা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
21 hours ago