বিনোদন ডেস্ক : সালমান শাহ্’কে বিশেষভাবে স্মরণ করে ‘চাওয়া থেকে পাওয়া’ থেকে জনপ্রিয় “সাথী তুমি আমার জীবনে” গানের মাধ্যমে খ্যাতি ও জনপ্রিয়টা অর্জন করেন ‘নয়ন রায়’। যদিও ‘আমার নয়ন তুমি’, ‘সারাটি জনম’, ‘আগুনের দিন শেষ হবে’, ‘ওগো মোর প্রিয়া’,’ও সাথীরে’, ‘এখানে দুজনে নিরজনে’, ‘ও আমার বন্ধু গো’, ‘শুধু একবার’, ‘তোমাকে চাই’, ‘এই বুক এই চোখ’, ‘যার ছবি এই মন এঁকে যায়’ গান গুলো প্রকাশ পায়। এবার ভিন্নরুপে বেদনা আর বুক ভরা কষ্টের অভিনয়ে আবারো রোমান্টিক স্টাইলিশ সুদর্শন মডেল ‘নয়ন রায়’ ও রাণী ‘রিয়া’। জনপ্রিয় কণ্ঠশিল্পী “কুমার শানু”র “সজনী” গানটি আবার নতুন রুপে একটি সত্য ঘটনা অবলম্বনে ইউটিউবে মুক্তি পেয়েছে। প্রণব ঘোষ এর সুরে ও আহমেদ রিজভি’র কথায় এ প্রেমের গানটিতে নতুনভাবে সম্পাদনা করেছেন পি.কে হাবিব। বগুড়া জেলার বিভিন্ন লোকেশনে গানটির শুটিং কাজ সম্পূর্ণ হয়েছে। গানটির মডেল নয়ন রায় বলেন, এই গানটির সম্পূর্ণ ঘটনা সত্য তাই আমি আমার অভিনয়ে সত্যটা তুলে ধরার চেষ্টা করেছি, কাজ করলে মোটামোটি সব ধরনের অভিনয় করতে হবে, শখের বসে করলেও বর্তমানে আলাদা একটা অনুভূতি জেগেছে মনে, তাই যারা আমাকে স্মরণ করে তাদের ভালোবাসা পেলে আগামীতে আরও ভিন্নটা আসবে। আশা করছি কুমার শানু দাদার ভক্তরা এ মিউজিক ভিডিওটি পছন্দ করবেন।” জানা গেছে, “রং ভিডিও” ব্যানারে (KING NOYON ROY) ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাচ্ছে। পেশায় একজন সাংবাদিক হওয়ায় বছরজুড়ে সংবাদ সংগ্রহের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তিনি বলেন, “অত্যন্ত ভাগ্যবান এ জগতে খুব অল্প সময়েই আমি অনেক ভালোবাসা ও জনপ্রিয়টা পেয়েছি। সে সাথে আমার এবারের সঙ্গী রিয়া’কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার বদ মেজাজি রাগকে প্রাধান্য না দিয়ে কাজ সম্পূর্ণ করার জন্য। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আগামীতে দুজনে আরও ভাল কিছু দিতে পারবো আশা করছি।
সত্য ঘটনা অবলম্বনে “সজনী” গানে নয়ন রায় ও রিয়া
7 days ago
38 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২
18 hours ago
দুপচাঁচিয়ায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি-থানায় জিডি
20 hours ago
সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম আর নেই
21 hours ago