শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আব্দুল মোমিন (২৭) নামের এক ব্যক্তি লাশ হয়ে বাড়ি ফিরেছে। সে বগুড়া শাজাহানপুর উপজেলার চক-চোপীনগর গ্রামের আজিজার রহমান ময়নার পুত্র। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ এ্যাম্বুলেন্স যোগে সিংড়া উপজেলা থেকে ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি পৌঁছলে সেখানে জনতার ঢল নামে। নিহতের মা আনিছা বেগম ও স্ত্রী জামিলা বেগম জানান, বৃহস্পতিবার সকালে ২জন লোক মোটরসাইকেল যোগে এসে মোমিনকে ডেকে নিয়ে যায়। তারা প্রায়ই ঐ বাড়িতে আসত, মোমিন তাদেরকে মামা বলে ডাকত, তবে তাদের নাম পরিবারের কেউ জানে না বলে উল্লেখ করেন তারা। ঐদিন মোমিন রাতে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে মোবাইল করে খুঁজে না পেয়ে পরের দিন লোকমুখে জানতে পারে মোমিন ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে এবং তার সহযোগী একই গ্রামের আনছার আলীর ছেলে শামীম(২২) ও আশরাফ আলীর ছেলে আরিফ(২৬) পুলিশের হাতে আটক রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোরের সিংড়ায় ব্যবসায়ীর নিকট থেকে টাকা ছিনতাইকালে জনতার হাতে আটক হয় ৯জন ডাকাত। তাদের মধ্য হতে গণধোলাইয়ে ঘটনাস্থলেই ১জন নিহত হয়। অপরদের আহতবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সিংড়া থানা পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া সদর উপজেলার নারুলী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে রাকিনুল(২০) মারা যায়। নিহত মোমিন ও রাকিনুলের লাশ একসাথে এ্যাম্বুলেন্স যোগে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের স্বজনেরা স্ব-স্ব এলাকায় নিয়ে আসে।
বগুড়ার শাজাহানপুরে ১ডাকাত সহ ২ ব্যাক্তির মৃত্যু
June 13, 2015
33 Views
You may also like
সর্বশেষ সংবাদ
শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিন
7 hours ago
গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস পালিত
8 hours ago
নন্দীগ্রামে জাতীয় ভোটার দিবস পালিত
8 hours ago
নন্দীগ্রামের ট্রাক হেলপারের সড়ক দুর্ঘটনায় মৃত্যু
8 hours ago

