সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একমাত্র সরকারি আঃ মজিদ বালক উচ্চ বিদ্যালয়টি জলাবদ্ধতার শিকার হওয়ায় শিক-শিার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, ১৯৩৮ সালে এলাকার শিানুরাগী ব্যক্তিগণের প্রচেষ্টায় তৎকালীন গাইবান্ধা মহুকুমা প্রশাসক মোঃ আঃ মজিদ সাহেবের সার্বিক তত্ত্বাবধানে তাঁর নামকরণে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্র এলাকায় শিা প্রসারে বলিষ্ট ভূমিকা রাখছে। পরবর্তীতে ১৯৮৫ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। পৌর শহরে অবস্থিত বিদ্যালয়টিতে ৯ জন শিক ৫ শতাধিক ছাত্রকে পাঠদান করে আসছেন। এদিকে বিদ্যালয়টি ঘিরে অবস্থিত ফুটবল খেলার মাঠে সকল জাতীয় দিবসের কর্মসুচি পালনসহ খেলা-ধুলা হয়ে থাকে। কিন্তু পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠ ও খেলার মাঠ জলাবদ্ধতার শিকার হয়। এতে করে ছাত্র-শিকের যাতায়াত ও পড়াশুনার পরিবেশ মারাতœকভাবে বিনষ্ট হচেছ। তাই এলাকাবাসি ও বিদ্যালয় কর্তৃপ জরুরী ভিত্তিতে বিদ্যালয় মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা নেয়ার দাবী জানান।
গাইবান্ধায় সুন্দরগঞ্জে জলাবদ্ধতার শিকার সরকারি বালক উচ্চ বিদ্যালয়
June 15, 2015
31 Views
You may also like
সর্বশেষ সংবাদ
বেরোবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করলো ছাত্রলীগ
14 hours ago
গাবতলীতে ছাত্রলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত
15 hours ago
বগুড়া জাসদ এর পতাকা মিছিল
15 hours ago
বাস্কেটবল প্রতিযোগিতায় বগুড়া সেনানিবাস চ্যাম্পিয়ন
15 hours ago

