পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ রংপুর বিভাগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) দ্বি-তল প্রাচীন ভবনটিতে দাপ্তরিক কার্যক্রম চলছে ঝঁকিপূর্ন পরিবেশে । কর্মস্থলে কর্মরতরাসহ আগতদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলা সৃষ্টির বিগত কয়েক দশক আগে সিও রেভ ও ডেভ থাকাকালীন ভবনটি নির্মান করা হয়। তৎসময় ওই ভবন থেকেই প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হত। বর্তমান ওই ভবনটি প্রকৌশলীর কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। সময়ের ব্যবধানে ভবনটির ছাদের প্লাস্টার খুলে-খুলে পড়ছে। শুধু তাই নয়, ভবনের ছাদ ও বারান্দাসহ বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দিয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পর্যায়ে উন্নয়নের মূল চাবীকাঠি স্বয়ং উপজেলা প্রকৌশলীর কার্যালয়টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি স্থানীয়দের ভাবিয়ে তুলেছে। ইতোপূর্বে কর্তৃপ কয়েক দফা ছাদের প্লাস্টার করলেও তা পুনরায় বিনষ্ট হওয়ায় ছাদ চুয়ে পড়ছে বৃষ্টির পানি। ভবনটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ভুক্তভোগীদের আশঙ্কা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আঃ মান্নাফ সরকার এ প্রতিনিধিকে জানান, বর্তমানে উক্ত ভবনে সকল কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্য দাপ্তরিক কাজকর্ম করছেন। তবে ভবনটি ব্যবহারের উপযোগী করতে শিগগিরই ভবনটি নির্মান বা সংস্কার করার পদক্ষেপ নেয়া হবে। অতি পুরাতন প্রকৌশলী ভবনটি পরিত্যক্ত ঘোষনা করে নতুন করে ভবন নির্মানে উক্ত দপ্তরে নিয়োজিত ঠিকাদারসহ সচেতন স্থানীয় মহল এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
পলাশবাড়ী এলজিইডি ভবন ঝুঁকিপূর্ন দাপ্তরিক কার্যক্রম চলছে আতঙ্কে
June 16, 2015
35 Views
You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ
1 hour ago
তানোরে ইউপি চেয়ারম্যানের প্রতিহিংসা
2 hours ago

