জিটিবি আন্তর্জাতিক ডেস্ক: চিনের জেজিয়াং প্রদেশের শেঙসান দ্বীপ। যে দিকে তাকাবেন সবুজ, সবুজ আর সবুজ। সেখানকার ঘরবাড়ি আঙুর গাছে ঢাকা। তবে সেখানে ঘর আছে মানুষ নেই বললেই চলে। সময় যেন থমকে গেছে। কান পাতলে হয়তো শোনা যাবে দ্রাালতার মধুর গুঞ্জন। শেঙসান দ্বীপের এই পরিত্যক্ত গ্রাম ছিল সেখানকার স্থানীয় জেলেদের। কিন্তু সেই গ্রামে থেকে জীবিকা নির্বাহ করা তাদের কাছে দুস্কর। তাই কাজ খুঁজতে গ্রাম ছেড়ে চলে যেতে হয় শহরে। কিন্তু অনেক পরিবার ফিরে আর আসেনা তাদের ভিটেমাটিতে। এইভাবে একের পর এক বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে।তবে অন্যদিকে সেই গ্রাম কিন্তু সেজে ওঠে এক অপরূপ সৌন্দর্যে। চারিদিক লতাপাতায় ছেয়ে যায় পাথুরে পথ থেকে ঘরের চার দেওয়াল, উঠোন। শেঙসান দ্বীপে এসে ফোটোগ্রাফার কুয়িং জিয়ান বাকরুদ্ধ হয়ে পড়েন প্রাক়তিক সৌন্দর্যের মুগ্ধতায়। তাঁর তোলা ছবি দেখে সারা বিশ্বের চোখে এখন সবুজ, সবুজ আর সবুজ।
সবুজ দ্বীপে ঘর আছে, মানুষ নেই
June 18, 2015
16 Views
You may also like
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জে আগুনে পুড়ে ৫ দোকান ছাই
1 hour ago
উত্তাল মিয়ানমারে এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ
1 hour ago
১০নং ওয়ার্ডে কাউন্সিলর আরিফকে ফুলেল সংবর্ধনা
15 hours ago
সাংবাদিক মাজেদুুর রহমান মাজেদ এর কুলখানি
15 hours ago
আত্রাইয়ে ঐতিহ্যবাহী লাঠি, ঢেঁকি খেলা অনুষ্ঠিত
15 hours ago

