জয়পুর হাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আদিবাসী পল্লীতে শ্বশুরবাড়িতে চারজনকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাতে ভীমপুর গ্রামে ওই আদিবাসী পল্লীতে এই হত্যাকান্ড ঘটে বলে পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুমন হেমরম (৩০)। তিনি পাঁচবিবি উপজেলার নওয়ানা গ্রামের নবীন হেমরমের ছেলে।নিহতদের মধ্যে সুমনের পাঁচ বছর বয়সী ছেলে সানিও রয়েছে। হামলায় তার স্ত্রী সিলভিয়া হেমরমও (২২) গুরুতর আহত হন। নিহত অন্যরা হলেন- সুমনের শাশুড়ি সন্ধ্যা রানি মারান্ডি (৬০), শ্যালিকা তেরেসা মারান্ডি (১৮) এবং ফুফাশ্বশুর মারকেল মারান্ডি (৪২)।স্থানীয়রা জানায়, সুমন ওই বাড়িতে ঘরজামাই ছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় একটি মোটর ওয়ার্কশপে কাজ নেন। ভোররাতে ঢাকা থেকে বাড়িতে ফেরেন তিনি। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি কামাল বলেন, পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে প্রথমে স্ত্রীর উপর চড়াও হন সুমন। তাকে বাঁচাতে এসে হামলার মুখে পড়েন অন্যরা।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আদিবাসী পল্লীতে শ্বশুরবাড়িতে চারজনকে কুপিয়ে হত্যা
June 21, 2015
65 Views
You may also like
সর্বশেষ সংবাদ
ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক
14 hours ago
ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
14 hours ago
দুপচাঁচিয়ায় সরিষার বাম্পার ফলন
14 hours ago

