নারায়ণগঞ্জ সংবাদদাতা : ফতুল্লা থানাধীন ভুঁইগড় পূর্বপাড়া রূপায়ন হাউজিং এলাকা থেকে ২৫ ক্যান বিয়ারসহ হত্যাসহ একাধিক মামলার আসামি নামধারী যুবলীগ সন্ত্রাসী অলি উল্লার ছোটভাই মাদক ব্যবসায়ী মো:মনির হোসেন (৩০) ও তার দুই সহযোগী হাশেম (২৮) এবং শিপন (৩২) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই এনায়েত কবির সঙ্গীয় ফোর্স ভুঁইগড় পুর্বপাড়া এলাকায় অভিযান এসব বিয়ার উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ভুঁইগড় পূর্বপাড়া এলাকায় বড়ভাই যুবলীগ সন্ত্রাসী অলিউল্লার প্রভাবে তার ছোটভাই মনির মাদকের একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সিন্ডিকেট ভুঁইগড় পূর্বপাড়া,রূপায়ন হাউজিং এলাকা,ভুঁইগড় পশ্চিমপাড়া,দেলপাড়া,জালকুড়িসহ আশপাশের এলাকায় মরণ নেশা মাদক ইয়াবা ট্যাবলেট,ফেন্সিডিল ও বিয়ার পাইকারি এবং খুচরা সরবরাহ করে আসছে বলেও অভিযোগ রয়েছে। বড়ভাই অলি উল্লাহ প্রভাবশালী একজন রাজনীতিক ও জনপ্রতিনিধির প্রভাবে ভুঁইগড় এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব গড়ে তুলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাই ইচ্ছে করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সাহস পায়না।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বিয়ারসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মনির ও তার দুই সহযোগী হাশেম ও শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঐ দিন দুপুরেই আদালতে প্রেরণ করা হয়েছে।
ভুঁইগড়ে বিয়ারসহ ৩জনকে আটক করেছে ডিবি
June 22, 2015
15 Views
You may also like
সর্বশেষ সংবাদ
কিংবদন্তি পপশিল্পী জানে আলম মারা গেছেন
6 hours ago
নাইজেরিয়ায় অপহৃত ৩০০ স্কুলছাত্রীর মুক্তি
6 hours ago
সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা
6 hours ago

