শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ গতকাল ১লা রমজান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া বটতলার গণইফরারীর মজলিস। সুদীর্ঘ ১ যুগের অধিক কাল থেকে মাঝিড়া বাস স্ট্যান্ড এলাকার রোজাদারদের নিয়ে গন ইফতারীর আয়োজন করে আসছেন বিশিষ্ট সংবাদিক দি মুসলিম টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি ও শাজাহানপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম বাবলু (গুলবাগী)। গণ ইফতারী পার্টির আয়োজনের প্রথম দিকে মুসল্লীদের উপস্থিতি তুলনা মুলক কম থাকলেও বতর্মানে তা হয়ে উঠেছে জম-জমাট। এলাকার ধর্মপ্রান মুসল্লীগন উক্ত গণ ইফতারীতে স্বতস্ফুর্ত ভাবে যোগ দেয়ায় মাঝিড়া বট-তলার গণ ইফতার মজলিশ হয়ে উঠেছে প্রানবন্ত । গণ-ইফতারী পার্টির আকার ও পরিধি বেড়ে যাওয়ায় গঠন করা হয়েছে আলহাজ জয়নাল আবেদীনকে সভাপতি, সৈয়দ মনির হোসেন ময়নাকে সদস্যসচিব করে ৭সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি। প্রতি বছর রমজান মাসের ১লা রমজান থেকে শুরে হয়ে শেষ পর্যন্ত মাঝিড়ার বটতলায় এই গণ-ইফতারী চলে বলে জানিয়েছে গণ ইফতারী পার্টির আয়োজক সাংবাদিক রেজাউল করিম বাবলু (গুলাবাগী)।
বগুড়ার শাজাহানপুরের বটতলার গণ ইফতারীর শুভ উদ্বোধন
June 23, 2015
28 Views
You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ
2 hours ago
তানোরে ইউপি চেয়ারম্যানের প্রতিহিংসা
2 hours ago

