মাগুরায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ১০ ইটভাটা

মাগুরায় লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ১০টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সারা দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে সোমবার (১৮ জানুয়ারি) মাগুরায় শুরু হয় এ অভিযান।

পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুর ও সদর উপজেলার ১০ টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পরিবেশ নষ্টকারী অবৈধভাবে টিনের ড্রাম চিমনিসহ অবৈধভাবে তৈরি কাঁচা ইট ভেঙে ফেলা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় ইটের খামাল।

যশোর পরিবেশ অধিদপ্তরের আওতায় থাকা মাগুরাসহ যশোর, ঝিনাইদহ ও নড়াইলেও পর্যাক্রমে এ অবৈধ্য ইটভাটা উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার বলেন, প্রথমে আমরা শ্রীপুর উপজেলায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটা উচ্ছেদ শুরু করি। এখানে মেসার্স গড়াই ব্রিকস, সালমা আবেদ ব্রিকস, হামীম ব্রিকস কেজিইএ ব্রিকস, টপটেন ব্রিকস, সদরের এমএমবি ব্রিকস, এমএসবি ব্রিকস, এমএসকেবি ব্রিকসসহ মোট ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে তাদের চিমনিসহ কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে ২৪ ডিসেম্বর মাগুরার বিভিন্ন উপজেলার অবৈধ ১৫টি ইটভাটা উচ্ছেদ করা হয়।

সর্বশেষ সংবাদ