ভোলায় কালবৈশাখী ঝড়ে লঞ্চডুবি

কালবৈশাখী ঝড়ের কবলে ভোলার চরফ্যাশনের ঢালচরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে  তবে, এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল সাতটার দিকে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন থেকে লঞ্চটি চরফ্যাশনের কচ্ছপিয়া এলাকায় যাওয়ার জন্য ঘাটে নোঙ্গর করে রাখা ছলে। এসময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে লঞ্চটি।

লঞ্চটি পানির চাপে নদীর মাঝখানে যাতে চলে না যায় সেজন্য গাছের সাথে কয়েকটি মোটা রশি দিয়ে বেঁধে রাখেন লঞ্চের স্টাফ ও স্থানীয়রা। দীর্ঘক্ষণ এভাবে থাকার পর স্রোতের চাপে লঞ্চটি দুমড়ে-মুচড়ে ভিতরে পানি ঢুকে পুরোপুরি ডুবে যায়।


বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের যাতায়াতের মাধ্যম একমাত্র নৌযানটি ডুবে যাওয়ায় জেলার মূল ভূখণ্ডের সাথে ওই দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

সর্বশেষ সংবাদ