তানোরের হেরোইন ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জে আটক

সারোয়ার হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর পৌর সদর হিন্দুপাড়া পালাপাড়া গ্রামের নিহার কান্ত দাস নামের এক হেরোইন ব্যবসায়ীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানাধীন কেন্দুল মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অভিযান চালিয়ে ৭৭০গ্রাম হেরোইনসহ গত বুধবার গ্রেফতার করেছে। নিহার(২৬) পৌর সদর হিন্দুপাড়া পালপাড়াগ্রামের নিমাই কান্ত দাসের পুত্র। জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চাঁপাই সদর থানাধীন কেন্দুল মোড়ের বটগাছের নিচে পাকা রাস্তার সাইডে একজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের অপারেশন টিম ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ী টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেখানেই তাকে আটক করেন। চাঁপাই সদর থানা নিহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণী ৮ (গ) ধারায় মামলা দারেয় করা হয়েছে। সামাজিক যোগাযোগে নিহারের হেরোইনসহ গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নিজ গ্রামের বাসিন্দা ও পৌর সদরের জনগণ হতবাগ হয়ে পড়েন। কারন এত টাকা মুল্যের হেরোইন কিভাবে এলো তার কাছে নাকি কোন বড় মাদক ব্যবসায়ীর সহায়তায় এমন ঘটনা ঘটতে পারে বলেও জনমনে নানা প্রশ্ন বিরাজমান। তবে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হয়তো মুল হোতা বেরিয়ে আসতে পারে বলেও ধারনা করছেন এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ