চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ছেড়ে আসা নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, মিন্টু এন্টারপ্রাইজসহ ৩০ এর অধিক গাড়ীর গতিরোধ করে গণডাকাতীর ঘটনা ঘটেছে। এ যাবৎকালের বড় ডাকাতীর ঘটনা এটি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভোলাহাটের ফলিমারির বিলে প্রায় ১৫/২০ জনের সংঘবদ্ধ চক্র দেশিয় অস্ত্র, বাঁশ, রড নিয়ে ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে সাধারণ যাত্রীদের ওপর। গাড়ির স্টাফদের এ সময় বেধরক পেটায় বলে জানায় বিভিন্ন গাড়ীর চালক ও হেলপাররা। বাসসহ মোটরসাইকেল আরোহীও ছিল এ বহরে বলে জানা গেছে। চাঁপাই ট্রাভেলস এর এক মহিলা যাত্রীর কান, নাকের গহনা ছিঁড়ে নিয়েছে। মহিলাকে মারা হয়েছে বলেও অন্যরা জানায়। এদিকে রাত ১০ টার সময় ঘটনাস্থল থেকে মুঠোফোনে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। মুহুর্তে ডাকাতদল এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ শুরু করেছে।
চাঁপাই ভোলাহাটের ফলিমারির বিলে নাইটকোচসহ প্রায় ৩০ এর অধিক যানবাহনে গণডাকাতি
August 25, 2021
4 Views

You may also like
সর্বশেষ সংবাদ
আসাদের নেতৃত্বে পবা-মোহনপুরে বইছে ঐক্যের হাওয়া
2 months ago
শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
2 months ago
সাপাহারে উচ্চ মূল্যের ফল ফসলের চারা বিতরণ
2 months ago
গাবতলীতে বিএনপি ও ছাত্রদলের ২নেতা গ্রেফতার
2 months ago