জাল টাকা তৈরির প্রিন্টারসহ মা-ছেলে গ্রেপ্তার

বরগুনার বামনা উপজেলার দক্ষিণ গুদিঘাটা এলাকা থেকে জাল টাকা তৈরির প্রিন্টারসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। এ সময় তিন হাজার জাল টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের গ্রেপ্তার কার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশিরুল আলম। গ্রেপ্তারকৃতরা হলেন, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের সৈয়দ সুমন হোসেনের স্ত্রী মোসা. মিনারা বেগম (৩৮) ও তার ছেলে মামুন(২৩)। বামনা থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ গুধিকাটা গ্রামের একটি দোকান থেকে ৩টি এক হাজার টাকার জাল নোটসহ মামুনকে আটক করে পুলিশ। পরে মামুনের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির একটি অত্যাধুনিক প্রিন্টারসহ মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশিরুল আলম বলেন, জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আগামীকাল আদালতে পাঠানো হবে। জাল টাকা তৈরির উৎস ও এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তাও খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ