পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ও বুধবার (১৫ ডিসেম্বর) ভৈরবের নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ভৈরবে নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামিয় বিজন, তামিম, রানা, আকবর নামের ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে, মালগোদাম এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ বরুয়া আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আরও তথ্য আদায়ের লক্ষ্যে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শ্যামল মিয়া। পুলিশ জানায়, সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঘোড়াকান্দা এলাকায় মাদক মামলায় রাসেল নামে এক আসামিকে গ্রেপ্তার করে ভৈরব থানার এএসআই আ. করিম ও এএসআই রেজাউল করিম। তাদের পাশের একটি গ্যারেজে নিয়ে নাম ঠিকানা যাচাই করার সময় ২০ থেকে ২৫ জনের একটি দুর্বৃত্ত দল তাদের উপর হামলা করে। এবং তাদের দা দিয়ে কুপিয়ে আহত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ব্যাপারে এএসআই রেজাউল করিম ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন, গত ১৩ ডিসেম্বর ঘোড়া কান্দা এলাকায় দুইজন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে একজন আসামি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর দুইদিনে আমরা ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ