বগুড়ার বিসিকে মাছুদ মেটাল দুই নৈশ প্রহরী হত্যার রহস্য উদঘাটন,তিনজন গ্রেফতার

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টার,বগুড়াঃ বগুড়ার বিসিক শিল্পনগরীর মাছুদ মেটাল ইন্ডাস্ট্রির দুইজন নৈশ প্রহরী যথাক্রমে আব্দুল হান্নান ও সামছুল হত্যাকান্ডের ৭২ ঘন্টার মধ্যে হত্যার কারণ উদঘাটন করেছে বগুড়া জেলা পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। হত্যকান্ডের সাথে জড়িত আরো দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শাজাহানপুর থানাধীন চকলোকমান এলাকার মৃত মিজবাহুল মিল্লাত নান্না’র ছেলে হোসাইন বিন মিল্লাত ওরফে নিনজা (৩৪), বগুড়া সদরের নারুলী তালপট্টির সায়েদজামান ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী (২৭) এবং একই এলাকার বদিউজ্জামান প্রাং এর ছেলে রাহাত (২১)। আসামীদের হেফাজত থেকে ভিকটিমদ্বয়ের দুইটি মোবাইল সেট ও হত্যাকাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২ টায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী(বিপিএম সেবা) তাঁর কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত দুই নৈশ প্রহরী মাছু মেটাল মালিকের বিশ্বস্ত কর্মচারী ছিলেন। আসামীরা ওই মেটালের মালামাল চুরি করতো। এতে নৈশ প্রহরীরা বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাছু মেটালের সাবেক সাবেক কর্মচারী সুমন ও বর্তমান পিক-আপের ড্রাইভার হোসাইন বিন মিল্লাত ওরফে নিনজা এবং হেলপার রাহাত গত ২৩ ফেব্রুয়ারী খোকন পার্কে বসে ওই দুই নৈশ প্রহরীকে হত্যার পরিকল্পনা করে। সে মোতাবেক ২৪ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫টায় পাঁচজন আসামী মাছু মেটাল ইন্ডাস্ট্রিতে মিলিত হয়। এক পর্যায়ে কৌশলে টিউবয়েলে ব্যবহৃত লোহার রড মাথার পিছনে সজোরে আঘাত করে দুইজন নৈশ প্রহরীকে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে সেফটিক ট্যাংকের ভিতর লাশ গুম করে রাখে। পরে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে আসামীরা কৌশলে নিহতদের মোবাইল ফোন থেকে পরিবারের লোকজনদের মুক্তিপন দাবী করে এসএমএস পাঠায়। গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হবে।

সর্বশেষ সংবাদ