কুমিল্লার মুরাদনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে শিয়ালের মাংস বিক্রির ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২ মার্চ উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বাদী হয়ে মামলাটি করেন। আসামিরা হলেন- উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল উত্তর পাড়া গ্রামের মৃত আবদুর মশিদের ছেলে মো. আলমগীর হোসেন (৫৫), একই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), মৃত সফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও মো. মোস্তফার ছেলে মো. জাহাঙ্গীর হোসেন। এ বিষয়ে বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাইয়ের পর বিক্রি করেন শফিকুল ইসলাম নামের এক যুবক। তিনি ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ আপলোড করেন। বিষয়টি আমাদের নজরে আসলে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে বলে আমাদের জানান। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম, বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকে পোস্ট দিয়ে শিয়ালের মাংস বিক্রি, ৪ জনের নামে মামলা
March 15, 2022
26 Views

You may also like
সর্বশেষ সংবাদ
আসাদের নেতৃত্বে পবা-মোহনপুরে বইছে ঐক্যের হাওয়া
2 months ago
শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
2 months ago
সাপাহারে উচ্চ মূল্যের ফল ফসলের চারা বিতরণ
2 months ago
গাবতলীতে বিএনপি ও ছাত্রদলের ২নেতা গ্রেফতার
2 months ago