২৫ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক

বাগেরহাটের মোল্লাহাট থেকে ২৫ কেজি গাঁজাসহ কারবারি সিন্ডিকেট সদস্য মা-ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উদয়পুর গোলারচক গ্রামে পুলিশ অভিযান চালায়। গাঁজা কারবারিরা বসতবাড়িতে ধানের গোলার মধ্যে প্লাস্টিকের বস্তাবোঝাই করে ওই গাঁজা লুকিয়ে রেখে ছিল। সিন্ডিকেটের মাধ্যমে কারবারিরা বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়। আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর গোলারচক গ্রামের ওবায়দুল শেখের স্ত্রী সামছুন্নার বেগম (৪৫) এবং তার ছেলে রমজান শেখ (২২)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির সদস্যরা মাদক কারবারি হিসেবে পরিচিত। অভিযান চলাকালে গাঁজা কারবারির সাথে যুক্ত মা ও ছেলেকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে ধানের গোলার মধ্যে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তাবোঝাই ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় সিন্ডিকেটের অপর সদস্যরা পালিয়ে যায়। উদ্ধার করা ওই গাঁজার মূল্য সাড়ে সাত লাখ টাকা। ওসি সোমেন দাশ আরো জানান, ১০- ১২ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে গাঁজার কারবার করে আসছে। তারা কুমিল্লা থেকে ওই গাঁজা এনে সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বাগেরহাটসহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় পার্টির কাছে সরবরাহ করে। এদের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, সিন্ডিকেটের অপর সদস্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ