লিভার সিরোসিস আক্রান্ত প্রাথমিক শিক্ষকের সাহায্যের আবেদন

প্রিয় ভাই-বোন ও পরিচিত-অপরিচিত বন্ধুগণ! পাবনা জেলার সদর থানাধীন মালঞ্চী ইউনিয়নের ৮নং কাঁমারগাঁও সরকারি প্রথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক জনাব মোঃ নুর ইসলাম লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে জটিল অবস্থায় ভুগছেন। তিনি ২০১৮ সালে পাবনা,রাজশাহী,ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসকের গ্রহণ করেন। ফলাফল ভালো না হওয়াতে ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসার জন্য যান। তার শারীরিক বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষায় তার শরীরে টিউমার সনাক্ত হয় এবং ক্যান্সার এর জীবাণু পাওয়া যায়। তারপর থেকে গত প্রায় ৫ বছর যাবৎ কয়েকবার সেখানে গিয়ে সাময়িক চিকিৎসা (TACE) করে আসছেন। এখন পর্যন্ত সকল পরিক্ষা,চিকিৎসা সহ যাতয়াতে তিনার পরিবারের প্রায় ৩৫ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। সবশেষ চলতি বছরের জুলাই মাসে তিনি আবারো চেন্নাইয়ের এপোলো হাসপাতালে যান,সেখানে ডাক্তাররা তিনার শারিরীক পরিক্ষার রিপোর্ট অনুযায়ী সর্বশেষ চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দেন। যা তার পরিবারের পক্ষে সম্ভব না,কারন লিভার ট্রান্সপ্লান্ট একটি ব্যয়বহুল চিকিৎসা-ব্যবস্থা। তাই মানুষ গড়ার কারিগর একজন সম্মানিত শিক্ষকের চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য কামনা করা হলো। সাহায্য পাঠানোর ঠিকানাঃ নুর ইসলাম সঞ্চয়ী হিসাব নংঃ০২০০০০৯৪০৩৩৭৫ অগ্রনী ব্যাংক,কলেজ গেট শাখা,পাবনা। ছোট ভাই 01779061400(নগদ-রকেট) শিহাব 01782631323(নগদ-রকেট) 01409631323( বিকাশ)

 

 

সর্বশেষ সংবাদ