টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্বার

টিসিবির সয়াবিন তেলের বোতল পরিবর্তন করে খুচরা বাজারে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহদাৎ হোসেন। গতকাল রোববার বিকেলের ওই অভিযানে প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জানা যায়, গতকাল সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল কাঁচা বাজারের মাসুদ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাসুদ স্টোর থেকে টিসিবির মাধ্যমে বিক্রয়যোগ্য প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল এবং ১০০টি খালি বোতল জব্দ করা হয়েছে। মোড়ক পরিবর্তন করে অবৈধ উপায়ে টিসিবির পণ্য মজুদ ও বিক্রয় করায় মাসুদ স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদকে ও মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শুরুর কথা জানিয়ে মাসুদকে ফোন করে পালাতে সাহায্য করায় একই বাজারের দোকানি রুবেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রসঙ্গত, শোকের মাস আগস্টে সরকার সারা দেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ সংবাদ