বঙ্গবন্ধুর হত্যাকান্ড ও যুদ্ধ অপরাধ একই সুতোয়গাথা-এসএম কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর হত্যাকান্ড ও যুদ্ধ অপরাধ একই সুতোয় গাথা বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন। ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসান রিপুর সঞ্চালনায়
সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে
 এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার মকবুল হোসেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, অধ্যাপক আহসানুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাংস্কৃতিক বিষয়ক সদস্য ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল সনি, সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তা সত্যিই প্রশংসনীয়। অনতি বিলম্বে সকল সমস্যা কাটিয়ে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবো। দেশের মানুষকে ভালো রাখায় জননেত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য।

সর্বশেষ সংবাদ